* আমাদের সেবা গ্রহণ করে অনলাইন জুয়া, অর্থ পাচার (মানি লন্ডারিং), সন্ত্রাসী কর্মকাণ্ড বা এজাতীয় যেকোনো অপরাধজনিত কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।অপরাধের জন্য এ সার্ভিস ব্যবহার করলে UsdStoreBD.Comকর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে।
* সব সময় আমাদের ওয়েবসাইটে প্রদত্ত আপডেটেড নাম্বারে/একাউন্টে টাকা/ডলার সেন্ড করতে হবে। অন্যথায় টাকা/ডলার খোয়া গেলে আমরা এর দায়ভার গ্রহণ করবো না।
* USD বা ডলারের পরিমাণ একটু কম বা বেশি করে হলেও BDT বা টাকার পরিমাণ Round Figure করে Buy/Sell Order করার জন্য অনুরোধ করা হচ্ছে। যেমন: 10, 20,30, 40, 50, 60, 70, 80, 90 TK (এমাউন্টের শেষে জিরো বা শূণ্য থাকতে হবে)। অন্যথায় সংশ্লিষ্ট গেটওয়ের ফী (যদি প্রযোজ্য হয়) এবং ১০ টাকা সার্ভিস চার্জ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে । টাকার রাউন্ড ফিগার ছাড়া ডলার সেন্ড করলে টাকা কমিয়ে রাউন্ড ফিগার করে পেমেন্ট করা হবে।
* অর্ডার করার সময় তাড়াহুড়ো করা যাবে না এবং অর্ডার করার পর পেমেন্টের জন্যও তাড়াহুড়ো করা যাবে না। এতে অনেক সময় ভুল অর্ডার সাবমিট হয় এবং ভুল এড্রেসে পেমেন্ট করা হয়। সুতরাং এডমিনকে পেমেন্টের জন্য তাড়া না দিয়ে আপনার অর্ডারটি ২-৩ বার চেক করে তারপর সাবমিট করুন।
* আপনি অর্ডারে ভুল নাম্বার বা একাউন্ট সাবমিট করলে এর দায়ভার সম্পূর্ণ আপনার। সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার পেমেন্ট করবো না। তবে যদি আপনার ফান্ড আমরা ফিরে পাই, তাহলে সংশ্লিষ্ট গেটওয়ের নিয়ম মাফিক যখন ফেরত পাবো, তখন আপনাকে আবার সেন্ড করা হবে। এক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের পর অবশ্যই আমাদেরকে নক করতে হবে।
* যেকোনো সময় মূল্য পরিবর্তন হতে পারে। তাই অর্ডার করার সময় আপডেটেড মূল্য দেখে নিতে হবে।
* সরাসরি ক্লাইন্টের একাউন্ট থেকে ডলার পাঠাবেন না (থার্ড পার্টি ডিল করবেন না)। ডলার/টাকা অবশ্যই নিজের একাউন্ট থেকে/নিজের হাতে পাঠাতে হবে।
* ট্রানজেকশনের ক্ষেত্রে সবধরণের চার্জ আপনাকেই বহন করতে হবে।
* আপনি পেমেন্ট করার পর আপনার অর্ডারটি কমপ্লিট হতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। আমাদের আর্জেন্ট কোনো সার্ভিস নেই, তাই আপনার ইমার্জেন্সি দরকার হলে অন্য কোথাও চেষ্টা করতে পারেন স্যার!
* এডমিন অফলাইন থাকাবস্থায় বা বিশেষ কোনো নোটিশ থাকাবস্থায় অর্ডার করে লেট সার্ভিস পেলে তার জন্য বেড রিভিউ গ্রহণযোগ্য নয়।
*টেকনিক্যাল প্রবলেমের কারণে সাইট যদি ভুল হিসাব প্রদান করে, সেক্ষেত্রে আমরা সেটি ম্যানুয়্যালি হিসাব করে আপনাকে সঠিক এমাউন্ট সেন্ড করবো।
#Refund_Policy:
=========================
* প্রথমতঃ আমাদের কোনো রিফান্ড পলিসি বা রিফান্ড সিস্টেম নেই। তবে একেবারে ঠেকাবশতঃ মোট পেমেন্ট (টাকা/ডলার)’র ২% (মিনিমাম ৳৫০.০০) এবং সংশ্লিষ্ট গেটওয়ের ফী (যদি প্রযোজ্য হয়) কর্তন করে রিফান্ড করা যেতে পারে।
* Dollar Buy Sell কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই নীতিমালায় সংযোজন-বিয়োজন, পরিবর্তন-পরিবর্ধনের অধিকার সংরক্ষণ করেন।
Login with your account
You must login to your account to continue exchange.